হেডিংলিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বোলিং করার সময় ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার বেন স্টোকস। দ্বিতীয় টেস্টে তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে ক্রিস ওকসকে। খবর বিবিসির।
অন্যদিকে দ্বিতীয় টেস্টে পেসার জ্যাক বেলের অভিষেক হওয়ার সমূহ সম্ভাবনাও রয়েছে। প্রথম টেস্টে একাদশে না থাকলেও দলে ছিলেন বেল।
প্রথম টেস্টে কোনরকম সুযোগ না দিয়েই ইনিংস এবং ৮৮ রানের বড় ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ১-০'তে এগিয়ে ইংল্যান্ড। ২৭ তারিখ সিরিজের দ্বিতীয় টেস্টে চেস্টার-লে-স্ট্রেটে মুখোমুখি হবে দু’দল।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৬/মাহবুব