ব্রাজিল অধিনায়ককে নিয়ে বিভিন্ন ক্লাবের যে আগ্রহ তৈরি হচ্ছিল তাতে পানি ঢেলে দিলেন স্বয়ং নেইমারই। তিনি জানালেন, বার্সেলোনাতেই সুখে আছেন। আপাতত অন্য কোথাও যাওয়ার ভাবনা নেই তার!
সান্তোস ছেড়ে বার্সায় পাড়ি জমানোর পর গত তিন বছরে কাতালানদের হয়ে ৮টি ট্রফি জিতেছেন তিনি। সর্বশেষ ফাইনালে সেভিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা দেল রের শিরোপা জিতেছে তার দল বার্সা। ওই ম্যাচে দুর্দান্ত এক গোল করেন নেইমার।
ব্রাজিল অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য আরেকটি দারুণ মৌসুম ছিল। যদিও এই পর্যায়ে আসতে বেশ ধকল গেছে। কেননা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়াটা বেদনাদায়ক ছিল। তবে শেষটা ভালো করতে পারায় খুশি। ডাবল জিতলাম, এই তো!’
দুঃসময়ে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানালেন নেইমার। বলেন, ‘আমাদের সমর্থন জুগিয়ে যাওয়ায় সাপোর্টারদের ধন্যবাদ জানাতেই হবে। ক্লাবের সবাইকে ধন্যবাদ। আমি বার্সাতেই সুখে আছি। আমি এই ক্লাবেরই অংশ। এগিয়ে যাও বার্সা! এগিয়ে যাও কাতালানিয়া!’
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৬/মাহবুব