রাজশাহী সিটি করপোরেশন এলাকায় কর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন ১২ নম্বর ওয়ার্ড এলাকাবাসী।
মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা নির্বাচিত মেয়রের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, অযৌক্তিকভাবে কর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে করে নগরবাসীর ভোগান্তি আরও বাড়বে। আগে সেবা বাড়িয়ে তারপর কর বাড়ানোর দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/ ২৪ মে ১৬/ সালাহ উদ্দীন