আগামী জুলাই মাসে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আসন্ন সেই সিরিজেকে সামনে রেখে স্টিভেন স্মিথের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অনেকদিন পর এই দলে জায়গা পেয়েছেন নাথান কুল্টার-নাইল এবং আইপিএলে মুস্তাফিজের সতীর্থ মোসেজ হেনরিকস।
হেনরিকস জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৩ সালে ভারত সফরে খেলেছিলেন। তবে সেবার তাকে আচরণবিধী লঙ্ঘনের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও দলে জায়গা পেয়েছেন মিচেল স্টার্ক। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন ফাস্ট বোলার পিটার সিডল এবং জেমস পিটারসন।
অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), জো বার্নস, উসমান খাঁজা, অ্যাডাম ভোজেস, শন মার্শ, মিচেল মার্শ, মোসেজ হেনরিকস, পিটার নেভিল, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, জ্যাকসন বার্ড, নাথান কুল্টার-নাইল, নাথান লিয়ন, স্টিভ ও’কিফ।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৬/মাহবুব