আগামী শনিবার ইতালির মিলানে মুখোমুখি হতে চলেছে মাদ্রিদের দুই চির-প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগা, কোপা দেল রে হাতছাড়া হওয়ার পর দু’দলেরই লক্ষ্য এখন ইউরোপ সেরা হওয়া। একদিকে রিয়াল লক্ষ্য তাঁদের ১১তম চ্যাম্পিয়নস লিগ খেতাব। অন্যদিকে, অ্যাটলেটিকো দু’বছর আগে একই টুর্নামেন্টের ফাইনালে রিয়ালের কাছে হারের মধুর প্রতিশোধ নিতে মরিয়া। তবে হাইভোল্টোজ এই ম্যাচের আগে রিয়াল সমর্থকদের জন্য দুঃসংবাদ। ম্যাচের চারদিন আগে অনুশীলনে চোট পেলেন রিয়াল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তিনি বাঁ-পায়ের ঊরুর সামনের দিকে চোট পেয়েছেন। যদিও ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, রোনালদোর চোট গুরুতর নয়। তবুও আশা-আশঙ্কার দোলাচলে রয়েছে ক্লাব সমর্থক থেকে রোনাল্ডোর সতীর্থরাও।
সোমবার অনুশীলনের সময় দলের গোলরক্ষক কিকো ক্যাসিলার সঙ্গে সংঘাতের পর মাটিতে পড়ে যান সিআর সেভেন। একটি বলের দখল নিতে গিয়ে সতীর্থের খেলোয়াড়টির সঙ্গে ধাক্কা লাগার পরই চোট পান তিনি। দলের অন্যতম প্রধান খেলোয়াড়কে চোট পেয়ে মাঠে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান রিয়ালের মেডিক্যাল টিমের সদস্যরাও। এরপর তাঁদের সহায়তায় পর্তুগিজ তারকাকে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয়। এই সময় তার দলের সতীর্থদেরও রোনালদোর চোট নিয়ে উদ্বিগ্ন হতে দেখা যায়।
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৬/মাহবুব