ফ্রেঞ্চ ওপেনে প্রথম অঘটনের জন্ম দিলেন নাম্বর ওয়ান তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী অ্যাঞ্জেলিক কারবার। ৩ নম্বর তারকা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন র্যাঙ্কিংয়ের ৫৮ নম্বরে থাকা কিকি বার্টেন্সের কাছে পরাজিত হয়ে।
মঙ্গলবার হল্যান্ডের কিকি বার্টেন্সের কাছে ৬-২, ৩-৬ এবং ৬-৩ সেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন পোলিশ কারবার। আর এখন পর্যন্ত এটাই ফ্রেঞ্চ ওপেনের বড় অঘটন।
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৬/মাহবুব