দেখতে দেখতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অাইপিএলের চলমান নবম আসর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। গুজরাট লায়ন্সকে উত্তেজনায় ভরা প্রথম কোয়ালিফাইয়ারে ৪ উইকেটে হারিয়েছে ইতোমধ্যে ফাইনালে পৌঁছে গেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। দ্বিতীয় দল হিসেবে কে ফাইনালে যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে কাল রাত ১২ টা পর্যন্ত। আগামীকাল দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দারাবাদ ও গুজরাট লায়ন্স। শেষ হাসি সুরেশ রায়না না ডেভিড ওয়ার্নারের মুখে ফুটবে তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
পয়েন্ট টেবিলে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে কোয়ালিফাইয়ারে উঠলেও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং নৈপুণ্যের কাছে হার মানতে হয় গুজরাটকে। ফলে ফাইনালে যেতে হলে তাদেরকে কাল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সানরাইজার্সের মুখোমুখি হতে হচ্ছে।
এদিকে, গতরাতে একমাত্র ইলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সকে ২২ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিত করে সানরাইজার্স। লো স্কোরিং ও উত্তেজনাবিহীন এ ম্যাচে কেকেআরকে বেশ সহজেই হারায় মুস্তাফিজরা। যদিও রহস্যময় পেসার মুস্তাফিজ এদিন ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। কাল সময়মতো জ্বলে উঠবেন বলেই সবার আশা।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৬/শরীফ