পৃথিবীতে এখন সবচেয়ে দামি ক্রিকেটার হয়তো মুস্তাফিজ নয়, তবে যেকোন দলের আকাঙ্খিত খেলোয়াড় তিনি। সেই মুস্তাফিজের দাম কিনা বাংলাদেশের শেষপ্রান্তের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মাত্র ২০ টাকা! তাও মুস্তাফিজ বিক্রি হচ্ছেন রীতিমতো পোষ্টার টাঙ্গিয়ে! উপরের কথাগুলোয় ভুল বুঝবেন না যেন। মূলত, মুস্তাফিজের ক্রেজকে কাজে লাগিয়ে কুতুবদিয়ার বাজারে সিনেমার ব্যবসায়ীরা দু'পয়সা কামিয়ে নিচ্ছেন। সেটা কীভাবে?
মুস্তাফিজের যেদিন খেলা থাকে সেদিন সিনেমার পোস্টারের পাশাপাশি শোভা পায়, 'আজ মুস্তাফিজের খেলা' শীর্ষক পোস্টার! খেলার সময় রীতিমতো সিনেমার মতো প্রজেক্টর টাঙ্গিয়ে ছোট সিনেমা হলে খেলা দেখা হয়। সেখানে টিকেটও খুব কাটতি। প্রতি খেলার জন্য ২০ টাকা করে নেওয়া হয়। গতকাল ছিলো আইপিএলে মুস্তাফিজের দল সানরাইজ হায়দরাবাদ বনাম সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের খেলা। এদিন কুতুবদিয়ায় অন্তত তিনটি সিনেমাঘর টাকার বিনিময়ে মুস্তাফিজের খেলা দেখিয়েছে। প্রত্যেক জায়গায়ই সিনেমার পোস্টারের পাশাপাশি টাঙ্গানো হয় 'আজ মুস্তফিজের খেলা' লেখা পোস্টার।
সবচেয়ে বড় কথা, সিনেমা দেখার দর্শকের ঘাটতি থাকলেও মুস্তাফিজের খেলা দেখার দর্শকের কমতি নেই। স্থানীয় যুবক শাওন বলেন, 'মুস্তাফিজ মানেই হাউজফুল'। তিনি বলেন, আমাদের এলাকার লোক নিম্ন আয়ের হলেও ক্রিকেট খেলার পাগল। আর তাই যেদিন মুস্তাফিজের খেলা থাকে সেদিন যতো হিট সিনেমাই হোক না কেনো মুস্তাফিজ শো হাউজফুল থাকে।
স্থানীয় সিনেমা ষ্টলের ব্যবসায়ী বলেন, যেদিন মুস্তাফিজের খেলা থাকে সেদিন টিকেট অগ্রিম বিক্রি হয়ে যায়।
রাতে খেলা দেখার জন্য স্থানীয় টমটম চালক রুম্মন সকালেই টিকেট কিনেছিলেন। কারন, একটু পরেই হয়তো টিকেট পাওয়া যাবে না। এভাবেই নাকি মুস্তাফিজের খেলার দিন নাইটশো এর টিকেট চোখের নিমিষেই শেষ হয়ে যায়।
মুস্তাফিজ অবশ্যই বর্তমান ক্রিকেট বাজারে অন্যতম দামি পন্য। তবে এভাবে মুস্তাফিজ বাংলাদেশেই বিক্রি হয়ে যান পন্য হিসাবে সেটা অবশ্যই অভিনব, একই সাথের গর্বের। আর তাই মুস্তাফিজের খেলায় কদিন আগে ঘূর্ণিঝড়ে বিধ্বস্থ জনপদ যেন সব ক্ষত ভুলে যায় নিমিষে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ