বিশ্বব্যাপী ক্রীড়াবিদদের বাজারযোগ্যের দিক দিয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকেও ছাড়িয়ে গেলেন ভারতীয় ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি। শুধু ছাড়িয়ে যাওয়া বললে ভুল হবে কারণ তালিকায় তিন নম্বরে আছেন তিনি! অার মেসির অবস্থান ২৭তম! বিশ্বজুড়ে খেলাধুলার বাজার গবেষণাবিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন 'স্পোর্টস প্রো'র সর্বশেষ এক জরিপে এ তথ্য উঠে আসে। খবর পিটিআই'র
জরিপে বিশ্বে সবচেয়ে বেশি বাজারযোগ্য ক্রীড়াব্যক্তিত্বদের [মোস্ট মার্কেটাবল স্পোর্টসপারসন] তালিকায় শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রফেশনাল বাস্কেটবল তারকা স্টিফেন কারি। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাসের ফরাসি খেলোয়াড় পল পগবা। আর এদের ঠিক পরেই জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি! সাবেক নাম্বার ওয়ান জনপ্রিয় আমেরিকান গলফার জর্ডান আলেকজান্ডার স্পিয়েথ'র চেয়েও এগিয়ে কোহলি। তালিকায় স্পিয়েথ'র অবস্থান চতুর্থ।
বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ ও ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের চেয়েও ঢের বেশি বাজারযোগ্য তিনি। তালিকায় নেইমারের অবস্থান অষ্টম স্থানে অার জোকোভিচ ২৩তম। আর জ্যামেইকার অলিম্পিক স্বর্ণজয়ী দৌড়বিদ উসাইন বোল্ট আছেন ৩১তম স্থানে।
এদিকে, 'স্পোর্টস প্রো'র তালিকায় আছেন আরেক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তালিকায় শীর্ষ পঞ্চাশের মধ্যে আছেন তিনি।
উল্লেখ্য, 'স্পোর্টস প্রো' ২০১০ সালে প্রথম মোস্ট মার্কেটাবল ক্রীড়াব্যক্তিত্বদের তালিকা তৈরি করে। জরিপে ক্রীড়াবিদদের মূল্যায়নের ক্ষেত্রে তাদের অায়, বয়স, নিজ নিজ দেশের মার্কেটে চাহিদা, কারিশমা এবং বহির্বিশ্বে আকর্ষণের বিষয়টি বিবেচনা করা হয়।
বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৬/শরীফ