আগামী সপ্তাহে কোপা আমেরিকায় নামার আগে আর্জেন্টিনা শিবিরে একই সঙ্গে ভালো ও খারাপ খবর। টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ১-০ হারিয়েছে তারা। একমাত্র গোলটি করেন গঞ্জালো হিগুয়েন। এই নিয়ে দেশ ও ক্লাব মিলিয়ে টানা চার ম্যাচে সাত গোল করলেন তিনি।
এই জয়ের ফলে টানা ছ’ম্যাচ জিতল জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। ফলে দারুণ আত্মবিশ্বাসী হয়েই টুর্নামেন্টে নামবে নীল-সাদা জার্সিধারীরা। কিন্তু এই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হল আর্জেন্টাইন বার্সেলোনার রাজপুত্রকে। মাঠে প্রাথমিক চিকিৎসার পরেও খেলতে পারেননি তিনি। বেঞ্চে বসেও যন্ত্রনায় কাতরেছেন মেসি। তার চোট চিন্তায় রাখবে মার্টিনোকে।
অন্যদিকে, সুয়ারেজ-হীন উরুগুয়ে ৩-১ হারিয়ে দিল ত্রিনিদাদ ও টোবাগোকে। জোড়া গোল করলেন প্যারিস সাঁ জাঁ-র স্ট্রাইকার এডিসন কাভানি। ম্যাচের সাত মিনিটে উইলিয়ামসের গোলে পিছিয়ে পড়ে উরুগুয়ে। কিন্তু ম্যাচের ২৬ ও ৩৯ মিনিটে দু’গোল করে অস্কার তাবারেজের মুখে হাসি ফোটান তিনি। ম্যাচের ৫২ মিনিটে মাতিয়াস ভেসিনোও ত্রিনিদাদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৬/ হিমেল-১১