গোটা ক্রিকেটবিশ্বে শুধু এখন বিরাট কোহলিই বিরাজ করছেন। সকলেই তার ধারাবাহিক পারফরম্যান্সে মোহিত। চলতি আইপিএল-এ বিরাট শুধু ৯১৯ রানই করেননি। চারটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন আরসিবি-র এ অধিনায়ক। আইপিএল-এর এক মৌসুমে এটা রেকর্ড।
এবার কোহলির প্রশংসায় কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আকরাম। বিরাট ও শচীন টেন্ডুলকরকে এক আসনেই বসাচ্ছেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ বলছেন, ‘বিরাটের অসাধারণ টেকনিক। আমি কখনও ওকে রিভার্স বা ল্যাপ শট খেলতে দেখিনি। সবসময় ব্যাকারণ মেনেই শট নেয় ও। ব্যাটের ফুল ফেস দিয়ে খেলেই ও এত ধারাবাহিক। আমি কিন্তু বিরাটকে বল করার আগে দু’বার ভাবতাম। আমি চিন্তায় থাকতাম। শচীন আর বিরাট এমন ব্যাটসম্যান যে ওরা একবার ইনিংস শুরু করার পর বোলারদের খুব সীমিত সুযোগ থাকে হাতে।’
সূত্র: কলকাতা ২৪
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৬/ হিমেল-১২