এবি ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ের ভক্তের সংখ্যা নেহাত কম নয়। প্রোটিয়া অধিনায়ক ব্যাটিংয়ে নামা মানেই বিনোদন। চার-ছক্কার ফুলঝুড়ি। রানের বন্যা। বিপক্ষের বোলারের রাতের ঘুম উবে যাওয়া। মাঠের ভিতরে এবি ভাল ব্যাটসম্যান, ভাল ফিল্ডার এবং উইকেটকিপার। কিন্তু মাঠের বাইরে?
মাঠের বাইরে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান আবার গায়কও বটে। এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া একটি গানের ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি একা নন। এবির সঙ্গে গানে গলা মিলিয়েছেন স্ত্রী ড্যানিয়েলাও। দু’ জনের এই সুরেলা গান আপনাদের মন জিতে নেবে বলা যায়। গানটি রোনান কিটিংয়ের ‘‘হোয়েন ইউ সে নাথিং অ্যাট অল”।
ভিডিও:
বিডি প্রতিদিন/২৮ মে, ২০১৬/মাহবুব