টাইব্রেকারে আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের একাদশ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে মিলানে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে, সেখানে আতলেতিকোর স্বপ্ন গুড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তোলে জিনেদিন জিদানের শিষ্যরা। লিসবনে দুই বছর আগেও টাইব্রেকারে আতলেতিকোর প্রথম শিরোপার স্বপ্ন ভেঙে দিয়েছিল রিয়াল।
শনিবিার রাতে ম্যাচের ষষ্ঠ মিনিটে একটুর জন্য গোল পায়নি রিয়াল। ডি-বক্সের একটু বাইরে থেকে গ্যারেথ বেলের ফ্রি-কিকে পা ছুঁইয়েছিলেন কাসেমিরো। দারুণ দক্ষতায় বল জালে যাওয়া ঠেকান গোলরক্ষক ইয়ান ওবলাক। তবে ১৫ মিনিটে আর ঠেকাতে পারেনি ওবলাক। টনি ক্রুসের ফ্রি-কিক থেকে বেলের হেডে গোলপোস্টের সামনে বল পেয়ে জালে জড়িয়ে দেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। দুই বছর আগের ফাইনালে গোল করে একই প্রতিপক্ষের হৃদয় ভেঙেছিলেন এই রামোস।
এক গোলে পিছিয়ে থেকে গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি আতলেতিকো। বিরতির পর শুরুতেই পেনাল্টি থেকে গোলের সুযোগ হারায় আতলেতিকো। ডি-বক্সে পেপে ফার্নান্দো তরেসকে ফাউল করলে স্পট-কিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। গ্রিজমানের শট লাগে ক্রসবারের মাঝে। ফলে সমতায় ফেরার সুযোগ হারায় আতলেতিকো।
ম্যাচের ৭৯তম মিনিটে রোনালদোর শট ওবলাক রুখে দেওয়ার পর বেলের শট গোললাইন থেকে ফেরান সাভিচ। পরক্ষণেই আক্রমণে উঠে সমতা ফেরায় আতলেতিকো। ডান দিকে হুয়ানফ্রানের ক্রসে খুব কাছ থেকে বল জালে জড়িয়ে দেন বিরতির পর বদলি হিসেবে নামা ইয়ানিক কারাসকো। এরপর নির্ধারিত সময়ে আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সতর্ক খেলা দুই দলের কেউই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি অতিরিক্ত এই ত্রিশ মিনিটে। শেষ দিকে রিয়াল মাদ্রিদের লুকাস ভাসকেস ফাঁকায় বল পেয়েছিলেন। তবে শট নিতে দেরি করায় সুযোগটা কাজে লাগতে পারেননি বদলি এই খেলোয়াড়। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে, গতবারের মতো এবারও সেখানেই স্বপ্ন ভঙ্গ হয় আতলেতিকোর।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৬/মাহবুব