তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী বুধবার বিকেলে ঢাকায় পা রাখছে আফগানিস্তান ক্রিকেট দল। এ দিন বিকেল ৪টা ২০ মিনিটে ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবে তারা। সেখান থেকে আফগান ক্রিকেটাররা সরাসরি হোটেল রেডিসনে উঠবে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
ইংল্যান্ড সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতির প্রভাব কাটিয়ে উঠতেই এ সিরিজ আয়োজন করেছে বিসিবি। এবারই প্রথম বাংলাদেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে আসছে আফগানরা। আগামী ২৩ সেপ্টেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ। এরপর আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশে আসার আগে বিশেষ প্রস্তুতি নিতে ভারতে ক্যাম্প করছে আফগান ক্রিকেটাররা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ