গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় আটক শ্রীলঙ্কান ক্রিকেটার নুয়ান কুলাসেকারা জামিনে মুক্তি পেয়েছেন। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ তথ্যই নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি ক্যান্ডি থেকে কলম্বোয় ফেরার পথে নুয়ান কুলাসেকারার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে পুলিশের হাতে আটক হন শ্রীলঙ্কান ক্রিকেটার নুয়ান কুলাসেকারা।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্যান্ডি থেকে কলম্বোয় ফিরছিলেন কুলাসেকারা। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী একটি বাসকে অতিক্রম করতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারালে কুলাসেকারার গাড়ির সঙ্গে সংঘাত হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত শেষে এসব তথ্য জানা গেছে।’
শ্রীলঙ্কার কাদাওয়াথা শহরের কিরিলাওয়েলা অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থল থেকে কুলাসেকারাকে আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম