প্লে-বয় হয়ে উঠছে ডেভিড বেকহামের ছেলে ব্রুকলিন! ১৭ বছরের এ ছেলেটি সম্পর্ক গড়া ও ভাঙায় বেশ পারদর্শী হয়ে উঠছেন। হলিউড অভিনেত্রী গার্লফ্রেন্ডকে ছাড়তে না ছাড়তেই নতুন একজনকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন এই সুদর্শন।
আপাতত সিঙ্গেল ব্রুকলিন। তবে আমেরিকার পথে তাকে দেখা গেল এক সুন্দরীর সঙ্গে। মনে হলো নিজের স্কেটিং প্রতিভা দিয়ে মুগ্ধ করতে চাচ্ছেন তাকে! এই মাসেই আমেরিকান অভিনেত্রী শ্লোয়ে গ্রেস মরেটজের সাথে বিচ্ছেদ হয়েছে তার। ১৯ বছরের গ্রেসের সাথে ২০১৪ সাল থেকে সম্পর্ক ব্রুকলিনের।
শোনা যায়, ব্রুকলিনের নিজের শহর লন্ডনে ফেরা নিয়ে সমস্যা ছিল গ্রেসের। আর বেকহাম পুত্রের কাছে তাকে ভালোও লাগছিল না। নিজেই সম্পর্কের ইতি টেনেছেন। ব্রুকলিনের সাথে বিচ্ছেদের পর হাতে থাকা মুভিগুলো হারাচ্ছেন এই অভিনেত্রী।
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন