পাকিস্তানি তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদীকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেয়া উচিত বলে জানিয়েছেন দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। সম্প্রতি দুবাইয়ে সাংবাদিকদের কাছে এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।
ইনজামাম বলেন, ‘আমার মতে বিদায়ী ম্যাচ আফ্রিদীর প্রাপ্য। যেখানে সে সঠিকভাবে নিজের অবসরের ঘোষণা দিতে পারবে। এটা সকলের কাছে গ্রহণযোগ্যতাও পাবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজে ১৬ জন খেলোয়াড়ের মধ্যে আফ্রিদীর নাম রাখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রাজী করাতে ইনজামাম মূখ্য ভূমিকা পালন করেন। এতে করে আফ্রিদীর সামনে সুযোগ আসবে ম্যাচগুলোতে অংশ নিয়ে নিজের অবসরের ঘোষণা দেবার।
কিন্তু সূত্র মতে জানা গেছে, পিসিবি ইনজামামের সেই অনুরোধ মেনে নেয়নি। আগামী শুক্রবার থেকে ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হতে যাওয়া সীমিত ওভারের সিরিজে বাদ পড়ে ইতোমধ্যেই আফ্রিদী একটি রাষ্ট্রীয় স্পোর্টস চ্যানেল বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে নতুন ভূমিকায় নিজেকে নিয়োজিত করেছেন।
বিডি প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম