আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০০তম টেস্ট খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষি হতে পারছেন না পেসার দলের মূল পেসার ইশান্ত শর্মা। কিছুদিন আগেই চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ইশান্ত। সুস্থ হয়ে গেলেও এখনও খেলার মতো অবস্থায় নেই তিনি।
ভারতীয় পেস অ্যাটাকের মূল স্তম্ভ ইশান্তকে প্রথম টেস্টে না পাওয়াটা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। যদিও এই সিরিজে স্পিনারদের উপরই বেশি ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। এজন্য তৈরি করা হয়েছে স্পিনিং উইকেটও। তবুও পেস আক্রমণে একটু হলেও পিছিয়েই শুরু করবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
তবে, ভারতের কেবল ইশান্তকে সমস্যা হলেও কিউইদের অনেকে চোট সমস্যায় আক্রান্ত। সেই তালিকায় রয়েছেন জিমি নিশান, টিম সাউদির মতো তারকা।
বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব