ইংল্যান্ডের মাটিতে লিগ কাপে নটিংহামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। অন্যদিকে লিগ ওয়ানের ম্যাচে সহজ জয় পেয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। দিজনকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি।
নটিংহামের মাঠে শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকে আর্সেনাল। খেলার ২৩ মিনিটের মাথায় গোল করেন জাকা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। বিরতির পর নটিংহামের জালে আরও তিনবার বল জড়ায় গানাররা। খেলার ৬০ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন লুকাস। ৭১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন লুকাস। অতিরিক্ত সময়ে নটিংহামের জালে চতুর্থবার বল জড়ান চেম্বারলেইন।
এদিকে, নিজেদের মাঠে পিএসজি খেলার ১৫ মিনিটে প্রথমবারের মতো প্রতিপক্ষের জালে বল পাঠায়। দিজনের ফুটবলার ল্যাংগের আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় পিএসজি। ২৭ মিনিটের মাথায় পিএসজির গোলমেশিন খ্যাত উরুগুয়ের তারকা স্ট্রাইকার এডিনসন কাভানি গোল করলে ২-০ তে লিড নেয় স্বাগতিকরা। ৬৭ মিনিটে লুকাসের গোলে ৩-০ তে স্কোরলাইন দাঁড় করায় পিএসজি। আর এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ