ইনজুরি নিয়ে দীর্ঘ সময় ধরে প্রথম সারির টেনিস খেলেছেন বিশ্বের নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস। কিন্তু আর নয়। মার্কিন এ তারকা খেলোয়াড় জানিয়েছেন, দীর্ঘদিন ইনজুরি নিয়ে খেলে এখন আরো বেশি ক্লান্তবোধ করছেন তিনি।
চলতি মাসে ইউএস ওপেনের সেমিফাইনালে অ্যাঞ্জেলিকিউ কেরবেরের সঙ্গে হেরে টেনিসে সেরার খেতাব হাতছাড়া হয়েছে সেরেনার। কিন্তু এর আগে দীর্ঘ সময় ধরে এ খেতাবটি নিজেরই করে নিয়েছিলেন তিনি।
সেরেনার ভাষ্যমতে, গত কয়েকবছর ধরে কাঁধ ও হাঁটুর ইনজুরির সাথে লড়াই করেছেন কিন্তু খেলাটা বন্ধ করেননি। কিন্তু এ মৌসুমে তিনি যেন নিজের কাছে নিজেই হেরে গেছেন। ইউএস ওপনে হারার পর হতাশাটা যেন একটু জোরের সাথে জেকে বসেছে। তাই আবার কবে কোর্টে ফিরবেন তা নিয়ে এখনই ভাবতেও চাইছেন না তিনি। এখন তিনি চান পুরোপুরি ভাবে ফিট হতে। তার পরই জানাবেন কবে ফিরছেন। সূত্র : সিএনএন
বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা