বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবার বিকেলে ঢাকায় পা রেখেছে আফগানিস্তান ক্রিকেট দল। এদিকে শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলছিলেন মাশরাফি-তামিমরা। যদিও ম্যাচটি ছিলো কেবল গা-গরমের ম্যাচ। তবে শেষ দিকে দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ম্যাচটিকে ঘিরে।
জানা যায়, বুধবার (২১ সেপ্টেম্বর) মিরপুরে শ্বাসরুদ্ধ উত্তেজনার পর মাশরাফি বিন মর্তুজার বিসিবি লাল দলকে ১ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের বিসিবি সবুজ দল। এদিকে সকালের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে দেড় ঘন্টা পর শুরু হয় ম্যাচটি। সময় নষ্ট হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৫ ওভারে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩০ রানের লড়াকু সংগ্রহ পায় লাল দল।
২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৫ বল ও এক উইকেট হাতে রেখে জয়ের কাছে পৌঁছে যায় সবুজ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন এনামুল হক বিজয়। অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন কুমার দাস উভয়ই করেন ৪২ রান করে। শেষ দিকে দারুণ জমে ওঠে খেলা। শেষ উইকেটে সবুজ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রানের। লিটন দাসের দারুণ সাবধানী ব্যাটিংয়ে জয় পায় সাকিবরা।
বিডি-প্রতিদিন/এ মজুমদার