ফাস্ট বোলারের প্রসঙ্গ এলে স্বাভাবিকভাবেই আসে পাকিস্তানের নাম। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারসহ অনেকেরই নাম রয়েছে এই তালিকায়। আরও অাছেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ। কিন্তু এবার সামনে এসেছে রাওয়ালপিণ্ডিরই আরও এক ফাস্ট বোলারের নাম, যিনি দু’হাতেই বল করতে পারেন এবং দু’হাতেই বলের গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।
একটি ট্যালেন্ট হান্ট থেকেই ইয়াসির জান নামের এই ফাস্ট বোলার সবার নজর কেড়ে নিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যেই ইয়াসিরকে নিয়ে হইচই পড়ে গেছে পাকিস্তানে। সূত্র: আজকাল।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ