অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে বুধবার রাতে বার্সেলোনা ১-১ গোলে ড্র করেছে। এ ম্যাচটিতে আন্দ্রেস ইনিয়েস্তার সহযোগিতায় ইভান রাকিটিচ কাতালানদের পক্ষে প্রথম গোল করেন। এর মাধ্যমে গত ১৪টি লা লিগা মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে অন্তত একটি ম্যাচে সতীর্থদের গোলে সহযোগিতা করার অনন্য রেকর্ড গড়েছে ইনিয়েস্তা।
সব মিলিয়ে স্প্যানিশ এই মিডফিল্ডারের কাতালানদের পক্ষে গোলে সহযোগিতার সংখ্যা ৮৩টি।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম