২০১০-১১ সালে বার্সেলোনাকে নিয়ে টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিলেন পেপ গার্দিওলা। সেই রেকর্ড এতদিন অক্ষতই ছিল। কিন্তু এবার জিনেদিন জিদানের হাতে বার্সেলোনার সেই রেকর্ড ভাঙার উপক্রম হয়। বার্সার রেকর্ড স্পর্শও করে ফেলেন তারা; কিন্তু শেষ পর্যন্ত আর পারলো না রিয়াল মাদ্রিদ।
অসাধারণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দুর্ভাগ্য তাদের, সেই রেকর্ড আর অর্জন করা হল না তাদের। ভিয়ারিয়ালের সামনে এসে আর সেই রেকর্ড গড়া হলো না জিনেদিন জিদানের শিষ্যদের।
গত সপ্তাহেই টানা ১৬ ম্যাচ জিতে বার্সেলোনার রেকর্ড স্পর্শ করেছিলো রিয়াল। এবার লক্ষ্য ছিল ভিয়ারিয়ালকে হারিয়ে টানা ১৭ ম্যাচ জয়ের অনন্য নজির গড়ার; কিন্তু ঘরের মাঠেই ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেই রেকর্ডটা আর গড়া হলো না তাদের।
গত ফেব্রুয়ারিতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে টানা জয়ের রেকর্ড গড়তে শুরু করেন জিদান এবং তার শিষ্যরা। গত সপ্তাহে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসায় লজ ব্লাঙ্কোজরা।
বিডি-প্রতিদিন/তাফসীর