সময়টা এখন ভালই যাচ্ছে নেইমারের। এবারের রিও অলিম্পিক আসরে ব্রাজিলকে প্রথমবারের মতো সোনা জিতিয়েছেন নেইমার। একদম নতুন একটি দল নিয়েও ঘরের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে তিনি নিজের আধিপত্য দেখিয়েছেন। নিজের সেরাটা দিয়ে দলকে নিয়ে গেছেন সবার উপরে। কিন্তু এখানেই থেমে যাননি নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বেও নিজেদের দুই ম্যাচে জয় এনে দিয়েছেন। নিজের ক্ষমতা আর শক্তিমত্তার পরিচয়টা সবাইকে খুব ভালভাবেই দিলেন নেইমার।
ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে এবার নিজের ক্লাব বার্সার হয়ে জ্বলে উঠতে হবে। কারণ, দলের সেরা তারকা লিওনেল মেসি রয়েছেন ইনজুরিতে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়ে পেশিতে চোট পেয়েছেন তিনি। আর এজন্য লিওনেল মেসিকে বেশ কিছু দিনের জন্য থাকতে হবে মাঠের বাইরে।
মেসির অনুপস্থিতিতে বার্সার আক্রমণভাগে দায়িত্বটা যে সামলাতে হবে নেইমারকে কেউ না বললেও নেইমার সেটা খুব ভাল্ভাবেই বুঝতে পারছেন । এর আগেও অবশ্য এই কাজটি করতে হয়েছিল তাকে। স্প্যানিশ পত্রিকা তাই শিরোনাম লিখেছে এভাবে, ‘এবার জ্বলে উঠার সময় নেইমারের।’
২০১৫-১৬ মৌসুমে লাস পালমাসের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। এর জন্য দুই মাস মাঠের বাইরে ছিলেন বার্সার এই তারকাকে। নিজ ক্লাবের হয়ে খেলতে পারেননি ৮টি ম্যাচ। তখন নেইমারকেই বার্সার আক্রমণভাগের দায়িত্বটা সামলাতে হয়েছিল। পরিসংখ্যান বলছে, সেটা ভালোভাবেই পালন করতে সক্ষম হয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
তখন আট ম্যাচের মধ্যে ৭ ম্যাচই জিতেছিল মেসিহীন বার্সা। শুধু সেভিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছিল লুইস এনরিকের দল। ওই ম্যাচটিতে অবশ্য নেইমার গোল পেয়েছিলেন। আট ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জাল কাঁপান এই ব্রাজিলিয়ান। নামের পাশে যোগ করেন মোট ৮ গোল। যার মধ্যে রায়ো ভায়োকানোর বিপক্ষে বার্সার ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচটিতে নেইমার একাই করেছিলেন ৪ গোল।
মেসি মাঠে ফিরেছিলেন ২১ নভেম্বর, এল ক্লাসিকোতে। তার প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে বার্সা, জয় তুলে নেয় ৪-০ গোলের ব্যবধানে। সেদিন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। এল ক্লাসিকোর বার্সার কাছে হেরে রিয়ালের কোচের চাকরি হারিয়েছিলেন রাফায়েল বেনিতেজ।
বিডি-প্রতিদিন/তাফসীর