আইকন ক্রিকেটার ও বিদেশি তারকা ক্রিকেটারদের বিপিএলে অংশ নেয়া সাতটি দল সমঝোতার মাধ্যমে নিয়ে নেয়ায় প্লেয়ার্স ড্রাফট নিয়ে উত্তাপ খুব একটা নেই। তারপরও জাতীয় দলের ও বাইরের বেশ কিছু তারকা ক্রিকেটার কে, কোন দল পান তা জানার জন্য অধীর অপেক্ষা আছেন ক্রিকেট ভক্তরা।
গতবারের আইকন ক্রিকেটার নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা ডায়নামাইটস। এই দলের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান। গতবার সিলেট সুপারস্টারসে খেলা মুমিনুল হক খেলবেন রাজশাহী কিংসে। এছাড়া সিলেট সুপারস্টারসসের আরেক তারকা ক্রিকেটার রুবেল হোসেনকে নিয়েছে রংপুর রাইডার্স।
এদিকে, তাসকিন আহমেদকে রিটেইন প্লেয়ার হিসেবে দলে ধরে রেখেছে চিটাগং ভাইকিংস। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক চতুর্থ আসরে নাম লিখিয়েছেন চট্টগ্রাম ভাইকিংসে। আগের আসরে তার দল ছিল রংপুর রাইডার্স। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা রনিকে এবার দলে নিয়েছে বরিশাল বুলস।
প্লেয়ার্স ড্রাফটে টিম ম্যানেজমেন্টের সঙ্গে উপস্থিত আছেন চিটাগং ভাইকিংসের আইকন তামিম ইকবাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন মাশরাফি বিন মর্তুজা ও ঢাকা ডায়নামাইটসের আইকন ক্রিকেটার সাকিব আল হাসান।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব