হোয়াইটওয়াশ এড়ানোর দিনেও নিজেদের সংগ্রহ বড় করতে ব্যর্থ হওয়া টাইগারদের বিরুদ্ধে জয়ের পথে রয়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নয় উইকেট হারিয়ে ২৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসন ও নেইল ব্রুমের ব্যাটে জয়ের পথেই রয়েছে কিউইরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে স্বাগতিকরা। কেন উইলিয়ামসন (৭১) ও নেইল ব্রুম (৭৮) ব্যাট করছেন।
ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই সাফল্য পান টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ওপেনার টম ল্যাথামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কাটার মাস্টার। ল্যাথামের ব্যাট থেকে আসে ৪ রান। আর দলীয় তৃতীয় ওভারে পায়ে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার মার্টিন গাপটিল।
এরপর থেকে কেন উইলিয়ামসন ও নেইল ব্রুম দায়িত্বশীল ব্যাটিংয়ে আস্তে আস্তে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে বাংলাদেশ।
এর আগে আজও তামিম ইকবার ও ইমরুল কায়েসের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের আশা জাগিয়েও নিউজিল্যান্ডের সামনে লড়াকু সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় মাশরাফি বাহিনী।
আজ শনিবার নেলসনের স্যাক্সটন ওভালে টস জিতে আগে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ১০২ রানের ওপেনিং জুটিতে দুর্দান্ত সূচনা পাওয়া সত্ত্বেও ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ২৩৬ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। কিন্তু মাঝের ধসে এলোমেলো হয়ে পড়ে টপঅর্ডার। ১৭৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে। শেষ দিকে নুরুল হাসান সোহানের ৪৪ ও মাশরাফি বিন মর্তুজার ব্যাটে আসা ১৮ রানের ইনিংসে মাঝারিমানের পুঁজি পায় বাংলাদেশ।
কিউই পেসার জেমস নিশাম ও ম্যাট হেনরি নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, জিতেন প্যাটেল, কেন উইলিয়ামসন, জেমস নিশাম ও মিচেল স্যান্টনার।
ফলে ২৩৭ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করছে এক ম্যাচ হাতে রেখেই ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নেওয়া স্বাগতিক নিউজিল্যান্ড।
বাংলাদেশ : তামিম ইকবাল ৫৯, ইমরুল কায়েস ৪৪, সাব্বির রহমান ১৯, মাহমুদউল্লাহ রিয়াদ ৩, সাকিব আল হাসান ১৮, মোসাদ্দেক ১১, নুরুল ইসলাম ৪৪, তানবীর হায়দার ৩, মাশরাফি বিন মুর্তজা ১৪, তাসকিন আহমেদ ৪*, মুস্তাফিজুর রহমান ০*।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম