অপরাজিত থেকে এশিয়া কাপ হকি জিতল ভারত। রবিবার ঢাকায় ফাইনালে ভারত মালয়েশিয়াকে ২-১ গোলে হারাল। এই নিয়ে তিনবার এশিয়া কাপ হকি জিতল ভারত। শেষ বার ভারত এই প্রতিযোগিতা জেতে ২০০৭ সালে।
এদিন ম্যাচের তিন মিনিটের মাথায় রামনদীপ সিং-এর গোল থেকে এগিয়ে যায় নীল জার্সিধারীরা। কিছুক্ষণ পরেই ভারতে ২-০ গোলে এগিয়ে দেন ললিত উপাধ্যায়। খেলার শেষের দিকে একটি গোল করে ব্যবধান কমায় মালয়েশিয়া। এই প্রথম এশিয়া কাপের ফাইনাল খেলল মালয়েশিয়া। এটি ছিল ভারতের সপ্তম ফাইনাল।
শনিবার পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে সুপার ফোরের শীর্ষে থেকে ফাইনালে ওঠে ভারত। এই নিয়ে এ বছর ভারত পাকিস্তানকে ৪-০ গোলে হারাল। গ্রুপের ম্যাচে মালয়েশিয়াকে ৬-২ গোলে হারিয়েছিল টিম ইন্ডিয়া।
বিডি প্রতিদিন/২২ অক্টোবর ২০১৭/আরাফাত