দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেরও হেরেছে সফরকারী বাংলাদেশ। অন্যভাবে বললে, দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর ওয়ানডেতেও প্রোটিয়াদের বিপক্ষে পাত্তা পাননি টাইগাররা। তবে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে মোটেও সহজভাবে নিচ্ছেন টিম দক্ষিণ আফ্রিকা। দলটির ওপেনার ব্যাটসম্যান কুইন্টন ডি কক মনে করছেন, টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২৮৭ রান করে সিরিজ সেরা হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডি কক বলেন, ‘টি-টোয়েন্টিটা একেবারেই ভিন্ন ফরম্যাট। আর বাংলাদেশ দারুণ একটা দল। আশা করছি টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে তারা।’
প্রসঙ্গত, পুরো সিরিজজুড়েই দুর্দান্ত ফর্মে ছিলেন কুইন্টন ডি কক। প্রথম ওয়ানডেতে করেন ১৪৫ বলে ১৬৮ রান। দ্বিতীয় ওয়ানডেতে করেন ৪৬ আর শেষ ম্যাচে করেন ৭৩ রান।
বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ