দক্ষিণ আফ্রিকা সিরিজে এখনও সফলতার মুখ দেখেনি সফরকারী বাংলাদেশ। দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর ওয়ানডেতেও প্রোটিয়াদের কাছে আত্মসমর্পন করেছে টাইগাররা। তিনটি ওয়ানডেতেই প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর এমন হারের জন্য কোনো অজুহাতও দাঁড় করাতে চান না অধিনায়ক মাশরাফি। তবে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আশাবাদী মাশরাফি।
ওয়ানডেতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে জয়ের আশা করছেন অধিনায়ক মাশরাফি। তার মতে, টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে পারবে টাইগাররা। এ ব্যাপারে ম্যাশ বললেন, ‘এই সিরিজে আমরা অনেক কিছু শিখেছি। আশা করছি টি-টোয়েন্টি সিরিজে সেগুলো কাজে লাগানো যাবে।’
অন্যদিকে, শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৩৬৯ রানের সামনে মাত্র ১৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। হারের কারণে হিসেবে তাই উইকেটকে দোষারোপ করতে নারাজ মাশরাফি। তিনি বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। আমরা ব্যাটিং-বোলিং কোনোটাই ভালো করতে পারিনি। এই উইকেটে অজুহাত দাঁড় করানোর উপায় নেই।’
বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ