ইউরোপের সেরা ইয়ং ফুটবলার (গোল্ডেনবয়) নির্বাচিত হয়েছেন ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। বিশ্বজুড়ে ক্রীড়া সাংবাদিকদের ভোটে তিনি এ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
এমবাপোর প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বদেশী বার্সেলোনার উসমানি ডেম্বেলে ও ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা গ্রাব্রিয়েল জেসুস। খবর দ্য গার্ডিয়ানের।
এদিকে গোল্ডেনবয় অ্যাওয়ার্ড পাওয়ার মধ্য দিয়ে বর্তমান পিএসজি তারকা নাম লেখালেন লিওনেল মেসি, পল পগবা ও ইসকোদের পাশে। তার আগে মেসি, পগবা, ইসকোরাও গায়ে মাখিয়েছেন এই খেতাব।
গত মৌসুমে ফরাসি ক্লাব মোনাকোর হয়ে ৪৪ ম্যাচে ২৬ গোল করেন এমবাপো। উড়ন্ত সেই পারফরম্যান্সের পর গ্রীষ্মের দলবদলে তাকে নিয়ে পড়ে যায় কাড়াকাড়ি। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, আর্সেনালের মতো ক্লাবগুলো প্রতিযোগিতায় নামলেও শেষ পর্যন্ত ধারের চুক্তিতে পিএসজিতে নাম লেখান তিনি। তবে আগামী মৌসুমেই হয়ে যাবে ১৮০ মিলিয়ন ইউরোর স্থায়ী চুক্তি।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৭/মাহবুব