ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ভণ্ড বলে আখ্যা দিয়েছে দেশটিতে দীপাবলী অনুষ্ঠানে বাজি ফাটানো সমর্থকরা। মূলত, বাজি ফাটানোর নিষেধাজ্ঞার পক্ষে টুইট করেই তাদের তোপের মুখে পড়েছেন কোহলি।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, এ ঘটনায় ভারত অধিনায়কের ওপর সাধারণ মানুষ এতটাই ক্ষুব্ধ যে, তার টুইট স্ট্যাটাসের জেরে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে। তারা রীতিমতো ধুয়ে দিচ্ছেন কোহলিকে।
বিরাট কোহলি টুইটে লিখেন, This Diwali, let's change things up. আর এই টুইটের জেরেই সমালোচনা। কিন্তু এর ভাষাটা এতটাই কড়া যে, ক্ষুব্ধ সমর্থকরা কোহলিকে ‘ভণ্ড’ আখ্যায়িত করেছেন!
উল্লেখ্য, গত বছর দীপাবলিতে অতিমাত্রায় বাজি ফোটানোর ফলে দিল্লিতে ভয়াবহ কুয়াশার সৃষ্টি হয়েছিল। দেখা দেয় মারাত্মক শব্দ দূষণ। পরিবেশ ও শব্দ দূষণের সেই কবল থেকে দিল্লি শহরকে বাঁচাতে এ বছরের দীপাবলিকে সামনে রেখে তাই বাজি ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের সুপ্রিমকোর্ট।
বিডি প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৭/ ই জাহান