আবারও মানবতার পাশে দাঁড়ালেন পর্তুগিজ ফুটবল আইকন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি পর্তুগাল ও স্পেনের উত্তর-পশ্চিম অংশে হয়ে যাওয়া ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন তিনি। আহতদের চিকিৎসা খরচ দিয়ে আবারও লাখো হৃদয়ে জায়গা করে নিলেন তিনি।
নিজের ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ করেন রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো। যেখানে বলা হয়, দাবানলে আহত ৩৭০ জনের মেডিকেল বিল পরিশোধ করেছেন সদ্যই পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা হওয়া রিয়াল মাদ্রিদ সুপারস্টার।
উল্লেখ্য, গত বছর জন্মস্থান মাদেইরাতে দাবানলে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।
বিডি-প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ