ক্রিশ্চিয়ানো রোনালদো। জার্সি নম্বর ৭। এ কারণে নাম হয়ে গেছে সিআর সিভেন। লিওনেল মেসি ও নেইমারকে হারিয়ে গতকাল সোমবার টানা দ্বিতীয় এবং ব্যক্তিগত পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। তবে এখানেই থামতে চান না পর্তুগিজ ফরোয়ার্ড। নিজের জার্সির সম্মান রাখতে আরও অন্তত দুইবার জিততে চান এই পুরস্কার। ট্রফি হাতে নিয়ে এমনটাই জানালেন রোনালদো।
লিওনেল মেসিকে টপকে টানা দ্বিতীয়বার ফিফা বেষ্ট প্লেয়ার হয়েছেন রোনালদো। সব মিলিয়ে পঞ্চমবার। মেসির সমান। তবে এখানেই প্রতিদ্বন্দ্বিতা থামাতে চান না রিয়াল তারকা।
তিনি বলেন, পাঁচবার ট্রফিটা হাতে নেওয়ায় ভালো লাগছে। কিন্তু আমার লাকি নম্বর ৭। তাই ট্রফিটা ৭ বার পেলে ব্যাপারটা আরও মধুর হবে।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৭/মাহবুব