ভারতের সাবেক আইপিএস সঞ্জয় ভাট প্রশ্ন তুলেছিলেন ভারতীয় দল নির্বাচন নিয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। দল ঘোষণার পরই তিনি সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের দিকে প্রশ্ন তুলে বলেন, 'কেন ভারতীয় দলে কোনও মুসলিম ক্রিকেটার নেই?
বোর্ড থেকে কোনও জবাব না পেলেও সাবেক আইপিএস অফিসারকে উচিত জবাব দিলেন ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি বললেন, ‘হিন্দু, মুসলিম, শিখ, ক্রিশ্চান সবাই ভারতীয় দলে ভাই ভাই। দেশের হয়ে যারা খেলে তারা সবাই হিন্দুস্তানী। এখানে কোনও জাত বা বর্ণ দেখা উচিত নয়।’
উল্লেখ্য কিউইদের বিপক্ষে টি-২০ দিলে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দেশের তরুণ প্রতিভাবান পেসার মহম্মদ সিরাজ। তরুণ এই পেসারকে গত আইপিএলে খেলতে দেখা গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আইপিএলে তিনি ১০টা উইকেটও পেয়েছিলেন। সদ্য নিউ জিল্যান্ড 'এ' দলের বিরুদ্ধেও খেলেছেন তিনি। '
আবার ঠিক একদিন আগেই ভারতীয় বোর্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি ২০ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের দল ঘোষণা করেছে। টেস্ট দলে আছেন মহম্মদ সামি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর