সব সময় খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। টুইটারে তার নানা মজার বক্তব্য বিভিন্ন সময়ে প্রবল জনপ্রিয় হয়েছে। সম্প্রতি নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রস টেলরের উদ্দেশে করা একটি টুইট রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে কিউয়িরা। সেই ম্যাচে উল্লেখযোগ্য একটি ইনিংস খেলেছেন রস টেলর। যদিও মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি। তবে টেলরের খেলা দেখে অভিভূত শেবাগ সম্প্রতি টুইট করে লেখেন, ‘‘দারুণ খেলেছো রস টেলর। দর্জিজি, দীপাবলির অর্ডারের চাপ সামলে এদিন দারুণ পারফর্ম করলে।’’
এরপরেই ছিল বড় চমক। হিন্দিতে শেবাগের টুইটের জবাব দেন টেলর। তিনি লেখেন, ‘‘ধন্যবাদ বীরেন্দ্র ভাই। আগামী বছর সময় মতো নিজের অর্ডার দিও, তা হলে আমি আগামী বছর দীপাবলির আগে তোমায় অর্ডারগুলো পাঠিয়ে দেব। শুভ দীপাবলি।’’
এর জবাবে আবার পাল্টা রিটুইট করেন শেবাগ। তিনি লেখেন, ‘‘হা! হা! হা! মাস্টারজি, এই বছরের পাজামাই এক ধাপ ছোট করে পরের বছর দীপাবলিতে পাঠিয়ে দিও। রস দ্য বস।’’
শেবাগ-টেলরের এই মজার কথোপকথন মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সমর্থকরা মজাটি উপভোগ করেন। অনেকে আবার প্রশ্নও করেন টেলরের উদ্দেশে যে, তিনি কীভাবে এমন চমৎকার হিন্দি শিখলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর