এক চোখ দিয়ে ঝরে পড়ছে রক্তধারা৷ ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির এমনই ভয়াবহ ছবিসহ পোস্টার ছড়াল ইসলামিক স্টেট৷ শুধু তাই নয়, সেই সঙ্গে তাদের হুমকি, আসন্ন ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভয়াবহ হামলা চালানো হবে৷
জানা গেছে, আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন পোস্টার সহ মেসির এই ছবি প্রকাশ করেছে ৷ তাদের দেওয়া পোস্টারসহ হুমকি প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ৷ এই সংস্থা আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপের ওপর বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে থাকে৷
শুধু মেসির রক্তাক্ত ছবি নয়, একের পর এক ভয়াবহ ছবি ছড়িয়েছে ইসলামিক স্টেট৷ কোনও ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি৷ যেকোনও মুহূর্তেই সেই জঙ্গি আত্মঘাতী হামলা চালাতে তৈরি৷ কোনও ছবিতে দেখা গিয়েছে, রক্তাক্ত চপার ও পিস্তল সহ চটকদারি ছবি৷ যার পটভূমি রাশিয়ার শহর৷ ইঙ্গিত কার হচ্ছে হামলার৷ কোনও ছবিতে বিশ্বকাপের লোগো সহ হুমকি-আসছি আমরা তৈরি থেক৷
এদিকে ২০১৮ রাশিয়ায় ফিফা ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি এখন তুঙ্গে৷ মস্কো সহ দেশের সর্বত্র চলছে বিশ্বকাপ প্রচার৷ যে কোনওরকম নাশকতা ও জঙ্গি হামলা রুখতে সদা তৎপর পুতিন সরকার৷ রাশিয়া ফুটবল বিশ্বকাপে বহু দর্শক আসবেন৷ প্রত্যেকের উপরেই থাকবে কড়া নজর৷ বিশেষ নজরদারির আওতায় থাকবে আফ্রিকা ও মধ্য প্রাচ্যের দর্শকদের উপরে৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর