টি-টেন লিগে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল কেরালা কিংস ও টিম শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে মুনাভিরা (১৫), রাজাপাক্সা (২৬), জয়সুরিয়া (১) রানে আউট হন। তবে চান্দিমাল ৩৮ ও রামবুকভেল্লা ২০ রানে অপরাজিত ছিলেন। তবে ম্যাচে বল করার সুযোগ পায়নি সাকিব।
যার ফলে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১২ রান করে টিম শ্রীলঙ্কা। জিততে হলে সাকিবের কেরালার প্রয়োজন ১১৩ রান করা।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৭/আরাফাত