টি-টেন লিগের প্লে অফ ম্যাচে পাঞ্জাব লিজেন্ডসকে ১৩১ রানের টার্গেট দিয়েছে মারাঠা অ্যারাবিয়ানস।
রাইলি রুশোর ২৭ বলের মারকুটে ৬৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান করে মারাঠা। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন আসগর স্ট্যানিকজাই।
পাঞ্জাব লিজেন্ডসের হয়ে ফাহিম আশরাফ ও দৌলত জাদরান ২টি ও রবি বোপারা ১টি উইকেট লাভ করেন।
বিডিপ্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান