সাবেক ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভনের একটি টুইটটিকে কেন্দ্র করে ঝড় উঠল ক্রিকেট বিশ্বে। অ্যাসেজ সিরিজ চলছে। শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দুরন্ত ২২৯ রানের ইনিংস খেললেন স্টিভ স্মিথ। সেই ইনিংসটির পরেই সেই টুইট ভনের।
মাইকেল ভন তার সেই টুইটে জানান, ‘‘কোহলি হয়তো ক্রিকেটের তিনটি ফর্ম্যাট মিলিয়ে সেরা। কিন্তু কেবল টেস্ট ক্রিকেটের হিসেবে সেরা স্টিভ স্মিথ। দু’জনকেই আমি দলে নিতে চাইব।’’
ভারতীয় সমর্থকরা এমন মন্তব্যকে মেনে নিতে পারেননি মোটেই। তারা তীব্র ভাষায় প্রতিবাদ জানান। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় কথার লড়াই। সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভারত অধিনায়ক। তার পরও তার থেকে স্টিভকে এগিয়ে রাখার কী কারণ থাকতে পারে বলে প্রশ্ন তোলেন সমর্থকরা।
তবে স্মিথের দক্ষতাকেও মেনে নিয়েছেন অনেকেই। একজন মন্তব্য করেন, ‘‘স্টিভ নিশ্চয়ই দারুণ খেলোয়াড়, কিন্তু এখনও ওর অনেক শেখা বাকি। স্মিথ ভাল ক্রিকেটার কিন্তু ও চ্যাম্পিয়ন নয়।’’ তবে অনেকেই সমর্থন করেছেন ভনের মন্তব্য। তাদের মতে, কেবল টেস্টের বিচারে স্টিভের পারফরম্যান্স বেশি ভাল।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর