বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অংশ মাশরাফি বিন মর্তুজা। মাঠের পারফরমেন্স আর ব্যক্তিত্বের কারণে তিনি জয় করেছেন ক্রিকেট বিশ্বকে। তাঁর হাসিতে যেমন পুরো দেশ উল্লাসে ভাসে, তেমনি তাঁর অশ্রুতে কাঁদে শত কোটি ক্রিকেটপ্রেমী। জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ককে নিয়ে ২০১৫ সালের এপ্রিলে প্রথম গান লেখা হয়। ২০১৬ সালের এপ্রিলে টি-টোয়েন্টি ভার্সনকে তিনি বিদায় জানালে আবরার রহমান সিয়ামের কণ্ঠে ‘মাশরাফি’ শিরোনামের সেই গানটি প্রকাশ করা হয়।
এরপর ম্যাশকে নিয়ে আরও দুটি গান হয়। একটিতে কণ্ঠ দেন চট্টগ্রামের শিল্পী মুহিবুল আরিফ, অন্যটি করেন ঢাকার খুদে শিল্পী আরিফ। সদ্য রংপুর রাইডার্সকে বিপিএল জেতানো ‘নড়াইল এক্সপ্রেস’কে নিয়ে তৈরি হয়েছে নতুন গান ‘শত কোটি প্রাণের মাশরাফি’। কণ্ঠ দিয়েছেন সালমান সাঈফ। সংগীতায়োজনে এন জে নয়ন। আর গানটির মাঝে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি পাঠ করেছেন মুজাহিদুল ইসলাম শিববীর। গানটির গীতিকারও তিনি।
এ ব্যাপারে শিববীর বলেন, ‘আমি কবিতা পাঠ করি। এবার বিজয় দিবসে নতুন কিছু করতে গিয়ে মাশরাফি ভাইকে নিয়ে পরিকল্পনাটি মাথায় আসে। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই কাজটি করা।’
গানটি প্রকাশ করা হয়েছে বিডিক্রিকটাইমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ