রিয়াল মাদ্রিদের মাঠে লা লিগায় ক্লাসিকো খেলতে আগামী শনিবার সান্তিয়াগো বার্ন্যাবুতে যাবে বার্সেলোনা। জিনেদিন জিদানের রিয়ালের বিপক্ষে জিতেই বড়দিনের আনন্দে মাততে চান লিওনেল মেসিরা।
এ বছর রিয়ালের ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে ব্যালন ডি'অর হারিয়েছেন মেসি। কিন্তু শনিবারের ম্যাচে হারতে চান না তিনি। এ নিয়ে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, 'এই ম্যাচটা খুবই স্পেশাল আর এজন্যই জেতাটা খুব গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তাদের মাঠে... জেতাটা দলের জন্য অনেক ইতিবাচক সুবিধা বয়ে আনবে। এখনো অনেক খেলা বাকি আছে। কিন্তু জয় দিয়ে বছর শেষ করাটা দারুণ আনন্দের হবে এবং এতে বড় দিনের উদযাপনটাও হবে বেশ।' সূত্র : গোল ডট কম
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা