কলিন মানরো ও গ্লেন ফিলিপসের ফিফটিতে প্রথম টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে নিউজিল্যান্ড। টেস্ট, ওয়ানডে মিলিয়ে এ নিয়ে সফরে টানা ৬ ম্যাচে হারের মুখ দেখল সফরকারীরা।
১৮৭ রান তাড়ায় এক ওভার বাকি থাকতে ১৪০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪৭ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মার্টিন গাপটিলকে হারায় নিউ জিল্যান্ড। তবে মানরোর সঙ্গে ৮৬ রানের জুটিতে দলকে এগিয়ে নেন তরুণ ফিলিপস। ৩৭ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫৩ রান করে বিদায় নেন মানরো। তরুণ ফিলিপস করেন ৪০ বলে ৫৫ রান। ম্যাচ সেরা এই খেলোয়াড় ৪টি চারের সঙ্গে হাঁকান দুটি ছক্কা।
এছাড়া শেষের দিকে রস টেইলর, মিচেল স্যান্টনারও কার্যকরী অবদান রাখেন।
নিয়িমিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়াই নিউজিল্যান্ড শুরু থেকেই চেপে ধরে অতিথিদের। অভিষিক্ত সেথ র্যান্স তৃতীয় ওভারে পরপর দুই বলে ফিরিয়ে দেন ক্রিস গেইল ও চ্যাডউইক ওয়ালটনকে। তৃতীয় উইকেটে আন্দ্রে ফ্লেচার ও অভিষিক্ত শেই হোপের ৪২ রানের জুটিতে খানিকটা প্রতিরোধ গড়লে সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ২৭ রান করা আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে জুটি ভাঙেন ইশ সোধি।
১ রানের ব্যবধানে হোপ ও জেসন মোহাম্মদকে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজর বিপদ আরও বাড়ান ডগ ব্রেসওয়েল। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট দুই ছক্কা হাঁকিয়ে শুরু করেলেও পরাজয় এড়াতে পারেননি। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া টিম সাউদি আক্রমণে ফিরে বিদায় করেন বিপজ্জনক এই ব্যাটসম্যানকে। এরপর অ্যাশলি নার্স, জেরোম টেইলররা পরাজয়ের ব্যবধান কমিয়েছেন কেবল। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৪০ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। কিউইদের পক্ষে সেথ র্যান্স ও টিম সাউদি ৩টি করে উইকেট নেন। আগামী সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম