বর্তমান বিশ্বের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি ক্রিকেট। প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে ক্রিকেটে। তার কোনওটা রানের, কোনওটা উইকেটের। বলতে পারেন ক্রিকেট চমক দিতে পছন্দ করে। নতুন নতুন বিস্ময়কর সব রেকর্ড উপহার দেয় ক্রিকেট। তেমনি এক বিস্ময়কর ঘটনা ঘটল নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে। সেটাও আবার ১১২ বছর পর! দেশটির ঘরোয়া প্লাংকেট শিল্ডের দুই ম্যাচে এক ঘণ্টার ব্যাবধানে হ্যাটট্রিক করলেন লগান ভ্যান বিক ও ম্যাট ম্যাকইয়ান।
নিউজিল্যান্ড ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্লাংকেট শিল্ডের ১১২ বছরের ইতিহাসে একই দিনে দুই বোলারের হ্যাটট্রিক করার ঘটনা এই প্রথম। এক ঘণ্টার মধ্যে প্লাংকেট শিল্ডের ৪১তম হ্যাটট্রিক করেন অকল্যান্ডের ম্যাকইয়ান। অকল্যান্ডের ইডেন পার্কে নর্দান ডিসট্রিক্টের বিপক্ষে ২৬ ও ২৮তম ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন ম্যাকইয়ান।
আর শুক্রবার ক্রাইস্টচার্চে প্রথম হ্যাটট্রিক করেন ওয়েলিংটনের পেসার ভ্যান বিক। ইনিংসের চতুর্থ ও ষষ্ঠ ওভার মিলিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। প্লাংকেট শিল্ডের ৪০তম হ্যাটট্রিক ছিল সেটি। প্রতিপক্ষ ছিল বিকের সাবেক দল ক্যান্টারবুরি।
এক ঘণ্টার মধ্যে দুই হ্যাটট্রিকই শুধুমাত্র কাকতালীয় ছিল না। আর অনেক কাকতালীয় ব্যাপারও ঘটেছে এখানে। বিক ও ম্যাকইয়ানের বয়স ২৭ করে, দুই জনই ডান-হাতি পেসার, দুই জনই একই দলে খেলেছিলেন, দুই জনে একই স্কুলেও পড়াশুনা করেন।
বিডিপ্রতিদিন/ ০৩ মার্চ, ২০১৮/ ই জাহান