ফুটবল খেলায় ভিডিও এসিস্ট্যান্ট রেফারির ব্যবহার সর্বসম্মতভাবে অনুমোদন দেয়া হয়েছে। সুইজারল্যান্ডের জুরিখে আন্তর্জাতিক ফুটবল সংস্থার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর ফলে গোল বা পেনাল্টির ক্ষেত্রে সন্দেহ থাকলে রেফারি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ পাবেন। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এ সিদ্ধান্ত ফুটবলের এক নতুন যুগের সূচনা করবে। রাশিয়ায় অনুষ্ঠেয় এ বছরের বিশ্বকাপেও এ প্রযুক্তি ব্যবহার করতে চাইছে ফিফা।
এ প্রযুক্তি ইতিমধ্যে বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। এর প্রশংসা করেছেন অনেকেই - তবে কিছু বিশ্লেষক এর সমালোচনাও করেছেন।
বিডি প্রতিদিন/৪ মার্চ, ২০১৮/ফারজানা