লা লিগায় শনিবার গেতাফের বিপক্ষে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফেকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। পাশাপাশি এদিন জোড়া গোলে দুর্দান্ত এক মাইলফলক গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদো এদিন নিজের প্রথম গোলটি করেই মাইলফলক স্পর্শ করেন। লা লিগার ইতিহাসে দ্রুততম ৩০০ গোলের কীর্তি এখন সি আর সেভেনের। ২৮৬ ম্যাচে এই রেকর্ড গড়লেন তিনি। যেখানে পেছনে ফেললেন লিওনেল মেসিকে। অন্যদিকে, গেতাফকে দ্বিতীয়ার্ধে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। দলটির মিডফিল্ডার রেমি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন।
গেতাফের বিপক্ষে এদিন পুরো আধিপত্য নিয়ে খেলেছে রিয়াল। বেল ২৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে করিম বেনজেমার পাস থেকে গোল করেন রোনালদো। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমায় গেতাফে। পরে ৭৮ মিনিটে রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।
এই জয়ে ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে। অন্যদিকে, বার্সেলোনা ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
বিডি প্রতিদিন/৪ মার্চ, ২০১৮/ওয়াসিফ