গৌতম গম্ভীরের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় স্পষ্ট হয়ে গিয়েছিল যে, আইপিএলের আসন্ন মৌশুমে নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে কলকাতা নাইট রাইডার্সকে৷ জানুয়ারির নিলামের পর নাইট স্কোয়াডের বেশ কয়েকজন তারকা অধিনায়কের দাবিদার ছিলেন৷ উঠে এসেছিল বেশ কয়েকটি নাম৷
কোচ জ্যাক ক্যালিস ইঙ্গিত দিয়েছিলেন বিদেশী অধিনায়কের৷ সেক্ষেত্রে ক্রিস লিন ছিলেন প্রথম সারিতে৷ ভারতীয় তারকাদের মধ্যে রবিন উথাপ্পার কেকেআরের নতুন অধিনায়ক হওয়ার সম্ভাবনাও ছিল প্রবল৷ তবে সকলকে টপকে বাজিমাৎ করেন অন্য এক তারকা৷ তিনি অন্য কেউ নন, সীমিত ওভারের ক্রিকেটে টিম ইন্ডিয়ার রিজার্ভ উইকেটকিপার দীনেশ কার্তিক৷
রবিবার সকালে দীনেশ কার্তিকের হাতেই নেতৃত্বের ব্যাটন তুলে দিল কেকেআর৷ সহঅধিনায়ক বেছে নেওয়া হয়েছে আর এক পার্টটাইম উইকেটকিপার রবীন উথাপ্পাকে৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে খেলতে নেমে ক্রিস লিনের কাঁধে চোট পাওয়াতেই হয়ত কার্তিকের ভাগ্যে খুলে গেল৷
চোট পাওয়ার পরেই পাকিস্তান সুপার লিগ থেকে নাম তুলে নেন লিন৷ আইপিএল খেলতে মরিয়া হলেও এপ্রিলের প্রথম সপ্তাহেই তিনি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবেন কি না, তা নিশ্চিত নয়৷ এমন অনিশ্চিত ক্রিকেটারকে নেতা করে এগোতে রাজি হয়নি কেকেআর ফ্র্যাঞ্চাইজি৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর