ব্যাট হাতে প্রথম ইনিংসের মতো দৃঢ়তা দেখাতে না পারলেও ডারবান টেস্টের রাশ নিজেদের হাতেই রেখে দিল অস্ট্রেলিয়া৷ তৃতীয় দিনের শেষে কিংসমিডে জয়ের গন্ধ পাচ্ছে অজিরা৷
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৫১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ১৬২ রানে৷ তৃতীয় দিনে পুনরায় ব্যাট হাতে মাঠে নেমে অজিরা বেকায়দায় পড়লেও প্রথম ইনিংসের ১৮৯ রানের লিডের সুবাদেই চালকের আসনে দেখাচ্ছে স্মিথদের৷
ক্যামেরন বেনক্রফ্ট ও ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি ৫৬ রানের বেশি যোগ করতে পারেনি৷ ওয়ার্নার ২৮ রান করে আউট হন৷ খাজা সাজঘরে ফেরেন মাত্র ৬ রান করে৷ ব্যক্তিগত হাফসেঞ্চুরির গণ্ডি টপকে ক্রিজ ছাড়েন ক্যামেরন৷ তিনি ৫৩ রানের কার্যকরী ইনিংস খেলেন৷ অধিনায়ক স্মিথ ৩৮ ও শন মার্শ ৩৩ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন৷
মিচেল মার্শ প্রথম ইনিংসে বড় রান পেলেও দ্বিতীয় দফায় ব্যাট হাতে ৬ রানের বেশি সংগ্রহ করতে পারেননি৷ টিম পেইন, মিচেল স্টার্ক ও ন্যাথন লায়ন আউট হন যথাক্রমে ১৪, ৭ ও ২ রান করে৷ আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় হ্যাজেলউডকে (৪) সঙ্গে নিয়ে ব্যাট করছিলেন প্যাট কামিন্স (১৭)৷
তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২১৩ রান তুলেছে৷ যার অর্থ প্রথম ইনিংসের লিড মিলিয়ে ইতিমধ্যেই ৪০২ রানে এগিয়ে রয়েছে অজিরা৷ প্রথম ইনিংসে প্রোটিয়াদের ব্যটিং ব্যর্থতার কথা মাথায় রাখলে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা প্রবল৷
দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নিয়েছেন মর্নি মর্কেল ও কেশব মহারাজ৷ দু’টি উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা৷ একটি উইকেট পার্টটাইমার এলগারের৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর