শন অ্যাবটের ঘাতক বাউন্সারে ফের বাইশ গজে ফিরল ফিল হিউজ আতঙ্ক৷ অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সেফিল্ড শিল্ডের ম্যাচে সাউথ ওয়েল্সের হয়ে বোলিং করছিলেন অ্যাবট৷ ম্যাচে তার একটি শট বল উইল পুকোভস্কির হেলমেটে এসে লাগে৷ এরপরই রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভিক্টোরিয়া দলের ঐ ব্যাটসম্যান৷
হেলমেটে বল লাগা মাত্র হাঁটু মুড়ে মাটিতে বসে পড়েন সেই কিক্রেটার৷ অবস্থা আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি মেডিকেল স্টাফদের ডেকে নেওয়া যায়৷ মাঠ ছাড়ার আগে চিকিৎসকের থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও তাকে বেশ কিছুটা সমস্যায় পড়তে দেখা যায়৷
পুকোভস্কিকে এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম সেরা তরুণ প্রতিভা বলে মনে করা হচ্ছে৷ অতীতে এই অ্যাবটের ঘাতক বাউন্সার হেলমেটে লাগায় ২০১৪ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মাঠে লুটিয়ে পড়েছিলেন ফিল হিউজ৷ তিন দিনের লড়াই শেষে হাসপাতালে মৃত্যু হয় হিউজের৷
অতীতে এর আগেও হেলমেটে বল লেগে মাথায় আঘাত পেয়ে কয়েক মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে যান পুকোভস্কি৷ ঘরোয়া শেষ মৌশুমে প্রথম শ্রেণীর ক্রিকেট অভিষেক ম্যাচে তার মাথার হেলমেটে বল লাগে৷ সেই ঘটনার পর প্রায় তিনমাস বিশ্রামে যেতে হয় তরুণ এই ক্রিকেটারকে৷
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর