এফএ কাপে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ হেরে বিদায় নেয় ম্যানচেস্টার সিটি। হারের পর ম্যানসিটির কোচ ও খেলোয়াড়দের দৃষ্টিকটু আচরণও চোখে পড়ে। আর তারই জের ধরে এই ইংলিশ ক্লাবকে ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে উইগানকেও।
সেই ম্যাচে উইগান মিডফিল্ডার ম্যাক্স পাওয়ারকে ফাউল করে লাল কার্ড দেখেন সিটির ফ্যাবিয়ান ডেলফ। ঠিক সেই সময়ই ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা উইগান কোচ পল কুকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। অন্যদিকে, ম্যাচ শেষ হওয়ার পর উইগানের মাঠে দর্শকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। কিন্তু এ ঘটনায় আলাদা কোনো ব্যক্তি বা স্টাফকে শাস্তি দেয়া হয়নি।
এদিকে, দুই কোচের বিতর্কে জড়ানোর ব্যাপারটি অস্বীকার করেছে এফএ। তারা জানিয়েছে, আচরণভঙ্গের মতো কিছু হয়নি।
বিডি প্রতিদিন/৪ মার্চ, ২০১৮/ওয়াসিফ